বাণিজ্যমেলা

৩১ দিনে ৩৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে আজ বুধবার। মাসব্যাপী এ মেলায় বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে ছিল দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বাহারি পণ্যসামগ্রীর স্টল।

মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের অভিযোগের ভিত্তিতে এবং নানা অনিয়মের অভিযোগে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩৪টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৩০ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা, ৯ জানুয়ারি পাঁচ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ১০ জানুয়ারি দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা, ১১ জানুয়ারি দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা, ১৩ জানুয়ারি চার প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, ১৪ জানুয়ারি তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, ১৫ জানুয়ারি তিন প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, ১৭ জানুয়ারি এক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা, ১৮ জানুয়ারি দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ১৯ জানুয়ারি দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ২১ জানুয়ারি দুই প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, ২২ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ২৭ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার, ২৮ জানুয়ারি দুই প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা, ২৯ জানুয়ারি এক প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা এবং ৩০ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জাগো নিউজকে বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা ও লোভনীয় অফার দেওয়া, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রাশেদুল ইসলাম রাজু/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।