রোজায় শেয়ারবাজারে এক ঘণ্টা কম লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২০ মার্চ ২০২৩

আসন্ন পবিত্র রমজান মাসে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী, রোজায় শেয়ারবাজারে মূল লেনদেন হবে ৩ ঘণ্টা ২০ মিনিট। এর সঙ্গে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সব মিলে শেয়ারবাজারে লেনদেন হবে ৩ ঘণ্টা ৩০ মিনিট।

সোমবার (২০ মার্চ) বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রোজায় শেয়ারবাজারে মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট অর্থাৎ ১টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনের ১০ মিনিটে বিনিয়োগকারীরা কোনো নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। তবে কেউ চাইলে ক্লোজিং প্রাইজে ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ২টা ২০ মিনিটে। এ লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে। অর্থাৎ রোজায় শেয়ারবাজারে এক ঘণ্টা কম লেনদেন হবে।

এর আগে গত ১৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসের জন্য সব সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সূচি নির্ধারণ করা হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেলে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

তিনি বলেন, এটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। ব্যাংক, বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব বিধি-বিধান অনুযায়ী অফিসসূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এর পর বাংলাদেশ ব্যাংক থেকে রমজান মাস উপলক্ষে ব্যাংকের সময় সূচি নির্ধারণ করে দেয় হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। লেনদের চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে সব ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

একই সঙ্গে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদের পাঁচ ঘণ্টা নির্ধারণ করে দেয়া হয়। অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অতিরিক্ত এ দেড় ঘণ্টায় আনুষঙ্গিক কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠানগুলো।

এদিকে রোজায় বিমা কোম্পানিগুলোর অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করেছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। অফিসের সময় সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এমএএস/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।