পিএসপির মাধ্যমেও আসবে প্রবাসী আয়, মিলবে প্রণোদনাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

ব্যাংক ও মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এখন থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমেও দেশে সরাসরি রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠাতে পারবেন প্রবাসীরা। সনদপ্রাপ্ত পিএসপির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে রপ্তানি আয় সংগ্রহ করতে পারবে।

এক্ষেত্রে প্রবাসীদের স্বজনরা ব্যাংক ও এমএফএসের মাধ্যমে পাঠানো রেমিটেন্সের সঙ্গে যে আড়াই শতাংশ প্রণোদনা পান, সেই সুবিধাও পাবেন। তবে এসব প্রতিষ্ঠানের নিজস্ব আউটলেট না থাকায় তারা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স স্বজনদে কাছে পৌঁছে দেবেন। এই সেবার জন্য কোনো বাড়তি চার্জও যুক্ত হবে না।

আরও পড়ুন: অর্থপাচার রোধে এবার আমদানি পণ্যে বাড়তি নজরদারি

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদিন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো রেমিটেন্স আনতে পারতো। নতুন নির্দেশনার পর পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররাও রেমিটেন্স আনতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন বলেন, ব্যাংক ও এমএফএসের পাশাপাশি রেমিটেন্স সংগ্রহ করতে নতুন মাত্রা হিসেবে যোগ হলো পিএসপি। এতে রেমিটেন্স সংগ্রহকারী প্রতিষ্ঠান বেড়ে যাওয়ায় সেবার পরিধিও বাড়লো।

ইএআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।