টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার, মিলবে ৩৫ টাকায় পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১৫ অক্টোবর)। অক্টোবর মাসের এ দফায় চালসহ অন্যন্য পণ্যের সঙ্গে ফ্যামিলি কাডধারী প্রতি ক্রেতা ৩৫ টাকা দরে দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

শনিবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম রোববার সারাদেশে শুরু হবে।

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে চাল, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন।

একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ৩০ টাকা দরে, দুই লিটার ভোজ্যতেল ১০০ টাকা দরে, দুই কেজি ডাল ৬০ টাকা দরে, এক কেজি চিনি ৭০ টাকা দরে কিনতে পারবেন।

তবে চিনি প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে এবং আমদানি করা পেঁয়াজও প্রাপ্তি সাপেক্ষে শুধু ঢাকা মহানগরীতে বিক্রয় হবে বলে জানানো হয়েছে।

এনএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।