সূচক ও লেনদেনের উত্থান শেয়ারবাজারে


প্রকাশিত: ১০:১৯ এএম, ৩১ মার্চ ২০১৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এনিয়ে টানা তিন দিন সূচক ও লেনদেনে উত্থান অব্যাহত আছে শেয়ারবাজারে।
 
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনেদেন হয়েছিল ৩৮৫ কোটি টাকা।
 
এদিকে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৮ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
 
অপরদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৬৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৬ পয়েন্টে, সিএসপিআই সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০৭ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯২১ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে মোট ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকা।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।