বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (বিবি-এলটিএফএফ) আওতায় ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

রোববার (১০ ডিসেম্বর) মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বাশার, অতিরিক্ত পরিচালক (এফএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, করেসপনডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেনচার অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান জুলফিকার আলী চাকদারসহ অনেকে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।