বাণিজ্যমেলা

২৩ দিনে ২৭ প্রতিষ্ঠানকে এক লাখ ৫৯ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দিন দিন মেলায় বাড়ছে ক্রেতাসমাগম। এদিকে মেলায় আসা ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও নানা অনিয়মের অভিযোগে গত ২৩ দিনে ২৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিয়াদ আহমেদ।

এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক রিয়াদ আহমেদ বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মান নিয়ে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সোমবার বিকেল পর্যন্ত ২৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাশেদুল ইসলাম রাজু/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।