বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের ব্যয় বাড়লো ১৫১ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের আরও এক বছর সময় এবং ১৫১ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকা ব্যয় বেড়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একেনেকের প্রথম বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার বলেন, বিএসএমএমইউ’র অধীন ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রকল্পের বিভিন্ন উপকরণ কেনাকাটায় ব্যয় বেড়েছে।

পরিকল্পনা কমিশন জানায়, মূল প্রকল্পের ব্যয় ছিল ১ হাজার ৩৬৬ কোটি টাকা। প্রথম সংশোধনীতে প্রকল্পের মোট ব্যয় বেড়ে হয় ১ হাজার ৫৬১ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭১২ কোটি টাকা।

বিএসএমএমইউ’র অধীন ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’ নামে প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে। চার বছরের মাথায় ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে জুন ২০২৪ নাগাদ মেয়াদ বৃদ্ধি করা হয়। কোরিয়া সরকারের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) প্রকল্পটিতে ১ হাজার ৪৭ কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে। এছাড়া ৪৮৯ কোটি টাকা সরকারের নিজস্ব জোগান। বাকি ১৭৭ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থা বিএসএমএমইউয়ের দেওয়ার কথা।

এবার প্রকল্প সংশোধনের কারণ হিসেবে বলা হয়, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রকল্পের বিভিন্ন উপকরণ কেনাকাটায় ব্যয় বেড়েছে।

এমওএস/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।