বাণিজ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানের চেয়ে বেটার নির্বাচন হয়েছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানের নির্বাচনের চেয়ে আমাদের দেশের নির্বাচন বেটার হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি-এমসিসিআই আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘নির্বাচনের পরপরই তারা (যুক্তরাষ্ট্র) সমালোচনা করেছিল গণতন্ত্র-মানবাধিকার নিয়ে। তবে গত রাতে তাদের দূতাবাসে নৈশভোজে গিয়েছিলাম। আমি রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলাম পাকিস্তানের নির্বাচন কেমন হলো? জবাবে তিনি বলেন- বাদ দেনতো এসব প্রসঙ্গ।’

তিনি বলেন, ‘এর আগে পশ্চিমারা গণতন্ত্র, মানবাধিকার নিয়ে কথা বলেছিল। অথচ দাসত্ব প্রথা, গুয়ানতানামো কারাগারতো তাদের তৈরি। নির্বাচনের পর থেকে চাপ ছিল। প্রধানমন্ত্রী এসব চাপকে চাপ মনে করেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চিপ ফাইনান্সিয়াল অফিসার উজমা চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এমসিসিআইর সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

ইএআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।