কোম্পানি রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর অনুরোধ এফবিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা ২ মাস বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করতে এনবিআরকে অনুরোধ করেছে এফবিসিসিআই। আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে জানিয়ে এ অনুরোধ করা হয়।

এনবিআর জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কোম্পানি রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এ সময়সীমা বাড়াতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনট এ অনুরোধ জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছে এনবিআরকে।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার সংকট ও রোজার প্রস্তুতি নিতে ব্যবসায়ীরা প্রয়োজনীয় দলিল প্রস্তুতে দেীল হচ্ছে। এছাড়া অডিট ফার্মের ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘসময়ের প্রয়োজন হওয়ায় কোম্পাীণগুলোর অডিট রিপোর্ট পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে।

এফবিসিসিআই-এর সদস্য বিভিন্ন সংগঠন থেকে অনুরোধ জানানোর প্রেক্ষিতে কোম্পাীণর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আরৗ অন্তত ২ মাস সময়ের প্রয়োজন মর্মে এফবিসিসিআই মনে করে।

সংগঠনটি বলছে, আয়কর আইন ২০২৩ এর ৩৩৪ ধারার অধীনে বিনা জরিমানায় ও অন্যান্য সুবিধা অব্যাহত রেখে কোম্পানির রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।

এসএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।