ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোয় মাতৃভাষা দিবস পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার (২১ ফেব্রুয়ারি)। দিবসটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভবনে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের জন্য পৃথক দুটি সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় পতাকা নামাতে হবে। পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে।

ইএআর/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।