ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও আইসিএমএবির চুক্তি সই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টিং অব বাংলাদেশের (আইসিএমএবি) মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির ফলে আইসিএমএবি এর সব ফেলো মেম্বার ও তাদের পরিবার এবং রেজিস্ট্রার্ড শিক্ষার্থীরা ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে বিশেষ ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও আইসিএমএবি এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএফ এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, আইবিএফ এর ইসি চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফ সদস্য মো. কামরুল হাসান, সৈয়দ আবু আসাদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম এবং আইসিএমএবি এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ। এসময় আইবিএফ ও আইসিএমএবি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আইসিএমএবি কর্তৃক সেমিনারের আয়োজন করা হয়। আইবিএফ নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমদ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। আইবিএফ এর উদ্যোগে আইসিএমএবি ভবনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।