ইলেকট্রনিক বাইসাইকেল রপ্তানি শুরু করলো আরএফএল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৩ মার্চ ২০২৪

জার্মানিতে একটি চালান পাঠানোর মাধ্যমে ইলেকট্রনিক বাইসাইকেল (ই-বাইক) রপ্তানি শুরু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানা থেকে ই-বাইকের চালানটি জার্মানিতে পাঠানো হয়।

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, ‘ট্র্যাডিশনাল বাইসাইকেল এবং মোটরচালিত যানবাহনের চেয়ে ই-বাইক সুবিধাজনক এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে সারা পৃথিবীতে ক্রমাগতভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এটির ব্যাপক চাহিদা রয়েছে। ই-বাইকের বিশ্বব্যাপী বাজারের আকার ৪০ বিলিয়ন ডলার এবং এটি ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে আমরা দেশের বাজারের পাশাপাশি ই-বাইকের রপ্তানি কার্যক্রম শুরু করলাম। আশা করি, আমরা জার্মানিতে ভালো সাড়া পাবো।’

আরও পড়ুন

বাজারে এলো প্রথম দেশি ই-বাইক আরএফএলের ‘দুরন্ত’

ইলেকট্রনিক বাইসাইকেল রপ্তানি শুরু করলো আরএফএল

তিনি আরও বলেন, ‘ই-বাইক রপ্তানির জন্য ব্রাজিল ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা আশা করি, আরএফএলের ই-বাইক বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং বাংলাদেশের রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণে ভূমিকা রাখতে পারবে।’

আরএফএল গ্রুপ ফেব্রুয়ারি মাসে দেশে প্রথম ইলেকট্রনিক বাইসাইকেল উৎপাদন ও বাজারজাত শুরু করে।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।