দায়িত্ব নিলো বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালনা পর্ষদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রাম অঞ্চলের নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীসহ পরিচালকরা দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (২০ এপ্রিল) ২০২৪-২০২৬ মেয়াদের জন্য তারা সংগঠনটির দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় সাবেক সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম, সাবেক পরিচালক এস এম সাজেদুল ইসলাম, ফরহাদ আব্বাস, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, সাইফ উল্লাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, এ এম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি) ও গার্মেন্টস মালিকরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বিদায়ী পরিচালকদের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিগত পর্ষদ তাদের কর্মতৎপরতা ও যোগ্য নেতৃত্বের কারণেই চট্টগ্রামে গার্মেন্টস শিল্পে শিল্পবান্ধব স্থিতাবস্থা বিরাজ করছে। তারা বিজিএমইএর সদস্যদের সেবাদানে অক্লান্ত পরিশ্রম করেছেন। বর্তমান নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত নতুন কমিটি ভবিষ্যতেও এ শিল্প মালিকদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।

বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অভিজ্ঞতার আলোকে বর্তমান পর্ষদের প্রতি তার যথেষ্ট আস্থা আছে। গার্মেন্টস সেক্টরের যে কোনো সমস্যা সমাধানে বর্তমান পর্ষদ সব প্রচেষ্টা অব্যাহত রাখবে।

পুনঃ নির্বাচিত প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম তার বক্তব্যে বিদায়ী পরিচালকদের দীর্ঘ পথ চলায় পাশে থেকে সার্বিক সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে তাদের লব্ধ অভিজ্ঞতা থেকে নতুন পর্ষদকে পরামর্শ দানে এগিয়ে আসবেন। নতুন সভাপতি এস এম মান্নান (কচি)-এর নেতৃত্বে আর্ন্তজাতিক পরিমণ্ডলে এ সেক্টরের উত্তরোত্তর সমৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বর্তমান বাণিজ্যিক চ্যালেঞ্জিং বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। তিনি তার নতুন পর্ষদের মেয়াদকালে বিজিএমইএর সদস্যদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, এস এম মান্নানের (কচি) নেতৃত্বে সম্মিলিত পরিষদ, বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩৫টি পদে (ঢাকায় ২৬টি এবং চট্টগ্রামে ৯টি পদে) জয়লাভ করে।

এএজেড/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।