ইসলামী ব্যাংকগুলোর আমানত নিয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্যে গরমিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৬ মে ২০২৪
ফাইল ছবি

ইসলামী ব্যাংকগুলোর আমানতের তথ্যে গরমিল পাওয়া গেছে প্রায় ২১ হাজার কোটি টাকা। আর বিনিয়োগের ক্ষেত্রে তথ্যে গরমিল পাওয়া গেছে ৩২ হাজার ৪৮২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক ত্রৈমাসিক ‘কোয়ার্টারলি রিপোর্ট অন ইসলামী ব্যাংকিং বাংলাদেশ’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মাসভিত্তিক ‘ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স বা আইবিএফএস নামে প্রতিবেদনে বড় ধরনের গরমিল পাওয়া গেছে।

দুটি প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের ডিসেম্বর প্রান্তিক শেষে কোয়ার্টারলি রিপোর্ট অন ইসলামী ব্যাংকিং বাংলাদেশ অনুযায়ী, ডিসেম্বরে ইসলামী ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ৪৩ হাজার ৪০৩ কোটি টাকা। বুধবার (১৫ মে) প্রকাশিত মাসভিত্তিক ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ ৪ লাখ ২২ হাজার ৪৬৪ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের দুই প্রতিবেদনেই ইসলামী ধারার ব্যাংকগুলোতে আমানতে গরমিল দেখা গেছে ২০ হাজার ৯৩৯ কোটি টাকা।

ব্যাংকের বিনিয়োগ তথ্যেও গরমিল দেখা গেছে। ত্রৈমাসিক প্রতিবেদন মতে, গত ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোয় মোট বিনিয়োগ ছিল ৪ লাখ ৪৪ হাজার ৯৭৪ কোটি টাকা। তবে মাসভিত্তিক প্রতিবেদনে বিনিয়োগের স্থিতি দেখানো হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৪৫৬ কোটি টাকা। যেখানে তথ্যের গরমিল পাওয়া গেছে ৩২ হাজার ৪৮২ কোটি টাকা।

আরও পড়ুন

তবে তথ্যগত গরমিলকে ভুল হিসেবে দেখছে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি ডিপার্টমেন্ট বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিজস্ব চাহিদা মতো তথ্য সংগ্রহ করে থাকে। একই তথ্য একই ব্যাংক থেকে ভিন্নভাবে সরবরাহ করার ফলে তথ্যের গরমিল তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটসহ নানান কারণে দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর ওপর আস্থার সংকট তৈরি হয়। গ্রাহক এ কারণে ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছেন। তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ধার সুবিধা থেকে অর্থ নিয়ে ঋণ বিতরণ অব্যাহত রেখেছে ব্যাংকগুলো। বেসরকারি খাতের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ধার নিয়ে ঋণ দিচ্ছে ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কমেছে ৮ হাজার ৮৩২ কোটি টাকা। একই সময় ব্যাংকগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মাস ভিত্তিক ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স প্রতিবেদন বলছে, গত ডিসেম্বরে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ৮৪ হাজার ১৩৬ কোটি টাকা। জানুয়ারিতে ব্যাংকগুলোর আমানত কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৩০৪ কোটি টাকা। এক মাসের ব্যবধানে আমানত কমেছে ৮ হাজার ৮৩২ কোটি টাকা।

যদিও একই সময়ে এসব ব্যাংকে বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৬৪২ কোটি টাকা। ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৪৫ হাজার ৪৩০ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৩ কোটি টাকা।

ইসলামী ব্যাংকগুলোর আমানত কমলেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখায় আমানত বেড়েছে ২ হাজার ১৫৩ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানতের পরিমাণ ছিল ২১ হাজার ১১৮ কোটি টাকা, যেটি জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭০ কোটি টাকা। একই সময়ে এসব ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডোগুলোতে আমানত কমেছে ১ হাজার ৮১৬ কোটি টাকা।

জানুয়ারি শেষে ব্যাংক খাতে ইসলামী ধারার ব্যাংকিংয়ে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৯৬৯ কোটি টাকা। ডিসেম্বর শেষে আমানত ছিল ৪ লাখ ২২ হাজার ৪৬৪ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে ইসলামী ধারার ব্যাংকিংয়ে আমানত কমেছে ৮ হাজার ৪৯৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের আমানতের এ হিসেবে গরমিল দেখা গেছে।

ইএআর/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।