সারাদেশে ৫১ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২১ মে ২০২৪

রাজধানীসহ সারাদেশে বাজার তদারকি করে ৫১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দেশের সব বিভাগ ও জেলায় খুচরা, পাইকারি, আড়ত এবং রিফাইনারি পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এরমধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের পাঁচটি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ২২টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

সারাদেশে ভোক্তা অধিদপ্তরের ২৬টি টিম বাজার তদারকির মাধ্যমে ৫১টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ ১৩ হাজার টাকা জরিমানা করে।

এনএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।