ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ

খেলাপি ঋণে জর্জরিত আলোচিত বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তৌহিদুল আলম খান পদত্যাগ করেছেন। রোববার (২৬ জানুয়ারি) তিনি ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর পরই ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় শিকদার পরিবার (শিকদার গ্রুপ)। জয়নুল হক শিকদার, তার স্ত্রী, ছেলে, মেয়েরা ছিলেন ব্যাংকটির পরিচালনার সঙ্গে যুক্ত।
ন্যাশনাল ব্যাংকে বেনামি ঋণ, কমিশন নিয়ে ঋণ, নিয়োগ বাণিজ্য নিয়ে অভিযোগের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব শুরু হলে বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এস আলম ব্যাংক নেওয়ার পর গত বছরের জানুয়ারির শেষ দিকে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বছর পর দায়িত্ব ছাড়লেন তিনি।
তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ড. ইউনূস সরকার যে ১১টি ব্যাংকের পর্ষদে পরিবর্তন এনেছে, তার একটি ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন মতে (সেপ্টেম্বর পর্যন্ত) ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫৬ শতাংশ বা ২৩ হাজার ৭২২ কোটি টাকা খেলাপি।
ইএআর/এমএইচআর/জেআইএম