অর্থবছরের মাঝখানে এনবিআরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা সংশোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৭ জানুয়ারি ২০২৫

চলতি (২০২৪-২৫) অর্থবছরের শুরুতে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। তবে অর্থবছরের মাঝখানে এসে চলতি মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআরকে চলতি অর্থবছরে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা আদায় করতে হবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের বাজেটে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এরমধ্যে এককভাবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমেই ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআরকে চলতি অর্থবছরে ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকার শুল্ক, ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকার মূসক ও ১ লাখ ৭১ হাজার ৪৯৫ টাকার আয়কর আদায় করতে হবে।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআর চেয়ারম্যানের অনুমোদনক্রমে আগামী ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করসমূহের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা চার লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।