গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন নাম কী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৫ জুন ২০২৫

গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে যাচ্ছে। নতুন নাম পাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষা মন্ত্রণালয় এ বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)’ রাখার প্রস্তাব করেছে। প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে নতুন নাম পাবে বিশ্ববিদ্যালয়টি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাব করেছিল। সেখানে চারটি নাম উল্লেখ করা হয়েছিল। নামগুলোর মধ্য থেকে কিছুটা পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন নাম ঠিক করা হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদনের পর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করেছে।

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের পর থেকেই ক্ষুব্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রথমে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামের দাবিতে আন্দোলনে নামেন। দাবি আদায়ে স্মারকলিপি, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, ‘রেল ব্লকেড’, ‘শাটডাউন’সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

দাবি আদায় না হওয়ায় সবশেষ ইউজিসির সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনের মধ্যে গত ২১ মে ইউজিসির সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা করে নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন।

এএএইচ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।