প্রাথমিকের ১৭ মার্চের কর্মসূচি বাতিল, চিঠি আজই পৌঁছে দেয়া হবে
দেশের এক কোটি ৪০ লাখ শিশুর কাছে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে এ চিঠি লিখেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তার এ চিঠি আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পাঠ করার কথা ছিল সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার।
তবে করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সাময়িকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কর্মসূচি বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠি আজই পৌঁছে দেয়া হবে শিক্ষার্থীদের কাছে। তারা বাড়িতে বসে পাঠ করবে সেই চিঠি।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি আরও বলেন, আমরা সমন্বয় করে কাজ করছি।
জাকির হোসেন বলেন, আগামীকাল মঙ্গলবার সারাদেশে ৬৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব শতবর্ষে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি প্রায় দেড় কোটি শিক্ষার্থীর পাঠ কর্মসূচি থাকলেও তা বাতিল করা হচ্ছে। প্রধানমন্ত্রীর চিঠি আজ সোমবার শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সকল প্রধান শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। এ চিঠি আজকে সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। তারা বাসায় বসে তা পাঠ করবে।
প্রতিমন্ত্রী বলেন, বন্ধের সময়টা শিক্ষার্থীদের বাড়িতে থাকতে হবে। এ সময় বাইরে ঘোরাফেরা করা যাবে না। বাসায় বসে লেখাপড়া করতে হবে।
তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আবারও স্কুল খোলা হবে। নতুবা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচএম/এনএফ/এমএস/জেআইএম