প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৫ এপ্রিল ২০২০

শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তার জন্য রোববার এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন দেবেন শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন অধিদফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি স্কুলে কলেজের শিক্ষক ও মাঠপর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও এ সহায়তা দিচ্ছেন।

এই টাকা কবে দেয়া হবে তা খুব শিগগিরই জানানো হবে বলে জানা গেছে। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা তাদের বৈশাখী ভাতার ২০ শতাংশ (২৪ কোটি টাকা) প্রধানমন্ত্রীর তহবিলে দেন।

দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এর সংক্রমণ ঠেকাতে সব সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলা লকডাউন করা হচ্ছে। ঢাকাও কার্যত লকডাউনে। এ অবস্থায় সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্নআয়ের দিনমজুর ও বস্তিবাসীরা। এসব মানুষকে আর্থিক সহায়তা দেয়ার হাত বাড়িয়েছেন বিভিন্ন পেশাজীবী ও বিভিন্ন সংগঠন। তারা নানাভাবে অসহায় মানুষদের সহায়তা হিসেবে খাদ্যদ্রব্য ও অর্থ বিতরণ করছেন। তার অংশ হিসেবে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

এমএইচএম/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।