কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু
বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে সারা বিশ্বে চলছে লকডাউন। অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। স্থবির হয়ে গেছে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা । এ অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে।
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ২৪ ঘণ্টা হাসপাতাল খোলা রাখার পাশাপাশি ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ এপ্রিল থেকে অনলা্ইনে ক্লাস শুরু হয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ এবং ইনস্টিটিউট অব কমিউনিটি হেল্থ বাংলাদেশের শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা উৎসাহ সহকারে অংশগ্রহণ করছে। যদি এ অচলাবস্থা চলতে থাকে তাহলে দীর্ঘ্দিন যাতে অনলাইনে শিক্ষা কার্য্ক্রম চালু রাখা এবং প্রয়োজনে পরীক্ষাও নেয়া যায় সে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
কেএইচ/এএইচ