বন্ধের পুরো সময় টেলিভিশনে পাঠদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়ালেখার যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সংসদ টেলিভিশনে পাঠদান কার্যক্রম চলছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এ পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনসী শাহাবুদ্দীন বলেন, কারিগরি স্তরের ক্লাসগুলো টেকনিক্যাল বিষয় সংযুক্ত থাকায় টিভিতে সম্প্রচারে শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে বর্তমানে ছুটির দিন বাদে নিয়মিত নবম-দশম স্তরের শ্রেণি ক্লাস সম্প্রচার করা হচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত সংসদ টেলিভিশনে শ্রেণি পাঠদান চলবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, এটি অল্প কিছুদিনের জন্য নয়। দীর্ঘ সময়ের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিষ্ঠান খুললেও অনলাইন পোর্টালের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বিদ্যালয় যতদিন না খুলবে নিয়মিতভাবে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে ক্লাস কার্যক্রম পরিচালিত হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সৈয়দ গোলাম ফারুক বলেন, এটি আমাদের নিয়মিত আয়োজন। যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিন আমাদের এ আয়োজন থাকবে। তবে এক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা মহানগরীর যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর শিক্ষকদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি। প্রয়োজন অনুসারে আমরা বাইরের শিক্ষকদেরও বলে রেখেছি। তাদের পাঠানো ভিডিও যথাযথ হলে সেটিও আমাদের অনলাইন কার্যক্রমে কাজে লাগানো হবে।

এমএইচএম/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।