লাইনে দাঁড়িয়েও যে কারণে টিকা পেল না হাফসা
কেন্দ্রে এসেও টিকা না নিয়ে ফিরতে হলো হাফসা আক্তারকে। কারিগরি ত্রুটির কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় কেন্দ্র থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের এ ছাত্রী।
মঙ্গলবার (২ নভেম্বর) মিরপুর ঢাকা কমার্স কলেজ টিকাকেন্দ্রে এমন এ ঘটনা ঘটে।
একই কলেজের নবম শ্রেণির ছাত্রী আফরোজা আক্তার জাগো নিউজকে বলেন, নির্ধারিত সময়ে স্কুলে তথ্য দিয়েছি, এরপর রেজিস্ট্রেশন করেছি। তবে, সেসময় ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) না পাওয়ায় আবেদন সম্পন্ন হয়নি। আজ ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে টিকার জন্য এলেও টিকা না দিয়ে বুথ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে।
হাফসা বলেন, তাদের ক্লাসে ৭৫ জন ছাত্রীর মধ্যে ১৫ জন ওটিপি না পাওয়ায় তাদের আবেদন সম্পূর্ণ করতে পারেনি। ফলে তারা টিকাকেন্দ্রে এসেও টিকা না পেয়ে ফিরে গেছেন। অনেকে আবার কেন্দ্রে আসেননি। প্রতিটি ক্লাসে এ ধরনের সমস্যা রয়েছে বলেও জানান তিনি।
এ স্কুলের রহমান আজিজ নামে একজন শিক্ষক বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে কেউ কেউ টিকার রেজিস্ট্রেশন করার সময় ওটিপি না পাওয়ায় সেসব আবেদন কাজ শেষ হয়নি, এ কারণে তাদের টিকা দেওয়া হচ্ছে না। প্রত্যেকটি ক্লাসে ১৫ থেকে ২০ জন ছাত্রছাত্রীর এ ধরনের সমস্যা হয়েছে বলে জানান তিনি।
স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আসিফ বলে, আমাদের ক্লাসে ৫০ জন ছাত্র রয়েছে। তার মধ্যে ১৫ জনকে টিকা দেওয়া হচ্ছে না। রেজিস্ট্রেশন করতে না পারায় তাদের কেউ কেউ টিকা নিতে এলেও ফিরিয়ে দেওয়া হচ্ছে।
জানতে চাইলে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মাসুদ জাগো নিউজকে বলেন, যাদের তথ্য পাওয়া যাচ্ছে না তাদের টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। তথ্য যাচাই-বাছাই করার কাজটি শিক্ষা অধিদপ্তরের পাঠানো স্কাউট সদস্যরা করছে। এ বিষয়ে আমাদের কোনো ধরনের ভূমিকা রাখার সুযোগ নেই।
তিনি বলেন, টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসছে। তা যাচাই-বাছাই করে তথ্য ঠিক থাকলে টিকা দেওয়া হচ্ছে। যাদের তথ্য পাওয়া যাচ্ছে না তাদের টিকা ছাড়াই ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এমএইচএম/এমএএইচ/এমএস