আ.লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়
খাদ্য প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। সকল এলাকার উন্নয়ন করা এ সরকারের নীতি ও আদর্শ।
শনিবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যা আশ্রয়ণ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন হায়দারীয়া স্কুল সংলগ্ন এলাকায় বন্যাদুর্গত মানুষকে রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে একটি আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
আশ্রয়ণ কেন্দ্র নির্মাণকাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ও তাহির তাহু, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আদিতমারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।
এর আগে সকালে প্রতিমন্ত্রী দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ীতে একটি হাট সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন।
রবিউল হাসান/এআরএ/আরআইপি