আহত যুবকের মৃত্যু : প্রতিপক্ষের বাড়িতে আগুন
হবিগঞ্জে সংঘর্ষে আহত যুবক আজিজ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আজিজ শহরতলীর ছোটবহুলা গ্রামের আতাব আলীর ছেলে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দিয়েছে নিহত যুবকের স্বজনরা। এসময় আগুনে ১৪/১৫ বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ফকির বাড়ি এবং বড় বাড়ির লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আর এরই জের ধরে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দুই মাস আগে বড় বাড়ির লোকজন ফকির হাটির কুতুব উদ্দিনের কান কেটে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বড় বাড়ির আব্দুল আজিজের একটি কান ও একটি হাত কেটে দেয় প্রতিপক্ষের লোকজন।
পরে আহত আজিজকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান। এ খবর বাড়িতে পৌঁছলে বড় বাড়ির লোকজন ফকির হাটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তারা বাড়িঘরে আগুন ধরিয়ে দিলে অন্তত ২৫টি বাড়ি ঘর পুড়ে যায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস