২০২২ সালে এইচএসসি-সমমানে ৩৩৪ শিক্ষার্থী বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় নানা অনিয়মের কারণে ৩৩৪ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। যা ২০২১ সালের চেয়ে ১৭৪ জন বেশি। ২০২১ সালে এইচএসসি ও সমমানে ১৬০ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছিলেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ।

গত বছরের ৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।

আরও পড়ুন: এইচএসসিতে কমেছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী বহিষ্কার হয়েছিলেন ২০১৮ সালে। সে বছর ৮২৬ শিক্ষার্থী বহিষ্কার হন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৬৬১ জন। তবে ২০২০ সালে বৈশ্বিক মহামারির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সে বছর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে তা প্রকাশ করা হয়েছিল।

এ বছরের ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন।

আরও পড়ুন: কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা

যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক শূন্য ৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক শূন্য ৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক শূন্য ২ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৭ হাজার ১০৫ জন। মাদরাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।

ইএআর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।