সুশিক্ষা নিশ্চিত করতে ডিজিটাল প্রশিক্ষণের বিকল্প নেই: মোজাম্মেল


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০২ মার্চ ২০১৬

"বর্তমান সময়ে সুশিক্ষা নিশ্চিত করতে ডিজিটাল প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দেশের সকলকে আধুনিক তথা ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে।"  বলেছেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

বুধবার সারাদেশে একযোগে উপজেলা আই.সি.টি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UTRCE) এর ফলক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডা. মোজাম্মেল হোসেন মোরেলগঞ্জ উপজেলা আই.সি.টি ট্রেনিং সেন্টার এর ফলক উন্মোচন করেন।  

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।