বকশীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০২ মার্চ ২০১৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিউ মডেল ফার্মেসি নামে ভুয়া চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ওই প্রশিক্ষণ কেন্দ্রের ভুয়া ডাক্তার জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অবস্থিত নিউ মডেল ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান।

জানা গেছে, গত দু’মাস ধরে জামালপুর সদরের বানিয়াপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম ভুয়া ডাক্তার সেজে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে একটি ঘর ভাড়া নিয়ে নিউ মডেল ফার্মেসি নামে একটি ফার্মেসি চালু করেন। এখানে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্রও খোলা হয়। একই সঙ্গে সহজ সরল মানুষকে ভুলিয়ে প্রেসক্রিপশন ও ওষুধ বিক্রি করা হচ্ছিলো। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে বুধবার একটার দিকে ওই ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কাগজপত্র ও তথ্য প্রমাণাদি না দেখাতে পারায় ভুয়া ডাক্তার জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে নিউ মডেল ফার্মেসি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ সাদিকুর রহমান।

এসময় বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদের হোসাইন উপস্থিত ছিলেন।

শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।