আজ চিরনিদ্রায় শায়িত হবেন কবি রফিক আজাদ


প্রকাশিত: ০৪:০৬ এএম, ১৪ মার্চ ২০১৬

কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্তানুরাগী ও সর্বস্তরের জনসাধারণের নাগরিক শ্রদ্ধা শেষে সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী দ্রোহ ও ভালোবাসার কবি রফিক আজাদ।

বারডেমের হিমঘর থেকে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে তার মরদেহ। সেখানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাগরিক শ্রদ্ধা জানানো হবে একাত্তরের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার প্রতি। এরপর কবির মরদেহ নিয়ে যাওয়া হবে তার একসময়ের কর্মস্থল বাংলা একাডেমিতে। সেখানে শ্রদ্ধাঞ্জলি শেষে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে রফিক আজাদের জানাজা।

এরপর বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থেকে গত শনিবার বেলা ২টা ১৩ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি রফিক আজাদ।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।