সিভিল এভিয়েশন স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের ২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডিনেট)। এসময় প্রতিষ্ঠানতে অধ্যয়নরত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্বাস্থ্যবিধি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনে ৮ জন চিকিৎসক, একজন মনোরোগ বিশেষজ্ঞ শিক্ষার্থীদের এসব সেবা দেন। সরকারের শিক্ষা মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ও ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এর আয়োজন করা হয়।

শনিবার সকালে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সভাপতি ডা. মাহবুবুল আলম তালুকদার কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. মনজুর হোসেন, ডিনেটের নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন, যুগ্ম পরিচালক আসিফ আহমেদসহ সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

civil-1.jpg

হেলথ ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য ছিলো জাতীয় কিশোর-কিশোরী স্বাস্থ্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সম্পর্কে ধারনা দেওয়া। এসময় চিকিৎসকরা শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষাসহ কিছু মৌলিক শারীরিক পরীক্ষা এবং সচেতনতা সেশন পরিচালনা করেন। মনোবিজ্ঞানী দিয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। জাতীয় কিশোর স্বাস্থ্য ওয়েবসাইটের ওরিয়েন্টেশন প্রদর্শন ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

ওরিয়েন্টেশন সভায় বলা হয় বাংলাদেশের মোট জনগোষ্ঠির এক পঞ্চমাংশ ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরী। কিন্তু এ কিশোর-কিশোরীদের মধ্যে কৈশরবান্ধব স্বাস্থ্যজ্ঞান, সেবা পাওয়ার কার্যক্রম তুলনামূলক কম। সরকার গত কয়েক বছরে এ বয়সীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে ন্যাশনাল এডোলেসেন্ট হেলথ স্ট্রাটেজি ২০১৭ থেকে ২০৩০ কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে ডিনেট এবং ইউনিসেফ শহরের কিশোর-কিশোরীদের জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করে যাচ্ছে। পর্যায়ক্রমে রাজশাহী ও খুলনায় এ ধরনের কর্মসূচি করা হবে। ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে ইউনিলিভার বাংলাদেশের সহায়তায় ট্রয়লেট্রিজ পণ্য প্রদান করা হয়।

এএএম/এসটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।