এসএসসি

প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ৮০৯ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) প্রথমদিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৮০৯ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৫১৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজার জেলার ১৪৬ জন, খাগড়াছড়ি জেলার ৬৮ জন, রাঙামাটি জেলার ৪০ জন ও বান্দরবান জেলা থেকে ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা, শেষ হয় দুপুর ১টায়।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ১ হাজার ১২৫টি বিদ্যালয়ের মোট ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট কেন্দ্র ২১৯টি। পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৭০৪ জন ছাত্র, ৮১ হাজার ৮৮৬ জন ছাত্রী।

এএজেড/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।