ঈদের আগে শতভাগ উৎসবভাতার দাবি বাকশিসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৬ মার্চ ২০২৪

আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসবভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। সোমবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে সংগঠনের নেতারা এ দাবি জানান।

বাকশিসের দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা বিবৃতিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিও জানান তারা। এছাড়া একগুচ্ছ দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে সই করেছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. আসাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা, অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ মহাসিন উল হাবলু, অধ্যক্ষ মো. আব্দুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ জুলসাহ উদ্দীন, অধ্যাপক ইয়াসমিন আরা খানম।

এএএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।