জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্দোলনের মুখে অনার্স ফাইনাল পরীক্ষার সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৯ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স চতুর্থবর্ষের চূড়ান্ত পরীক্ষার সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ জুলাই) পরিবর্তিত সময়সূচি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।

আগে প্রকাশিত সূচি অনুযায়ী- আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থবর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৬ জুন।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময়সূচিতে প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে মাত্র একদিন বিরতি রাখা হয়েছিল। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি অসম্ভব হয়ে পড়বে। এজন্য তারা এ রুটিনে পরীক্ষা দেবেন না। রুটিন পরিবর্তন করতে হবে। পরীক্ষার মাঝে অন্তত দুই থেকে তিনদিন বিরতির দাবিতে আন্দোলনে নামেন।

এদিকে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১৯ মে পরীক্ষা শুরু হবে। যা চলবে ২৭ জুন পর্যন্ত। প্রকাশিত এ রুটিনে প্রত্যেক পরীক্ষার মধ্যে কমপক্ষে দুই থেকে তিনদিন বিরতি দেওয়া হয়েছে।

সংশোধিত সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

এএএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।