‘প্রেসিডেন্টের লুঙ্গি নেই’
টাস্কফোর্স বলছে নিষিদ্ধ, স্টলে বিক্রি হচ্ছে

চলতি অমর একুশে বইমেলায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজের লেখা ‘প্রেসিডেন্টের লুঙ্গি নেই’ বইটি নিষিদ্ধ করেছে বইমেলা টাস্কফোর্স কমিটি। তবে প্রকাশনী সংস্থা গতিধারার প্রকাশক আহমেদ কাউসারের দাবি, মেলায় বইটি বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিনে বইমেলা কর্তৃপক্ষ ও প্রকাশকের সঙ্গে কথা বলে এ ধরনের তথ্য পাওয়া যায়।
বইমেলা টাস্কফোর্স কমিটির সভাপতি অসিম কুমার দে জাগো নিউজকে জানান, গত ২১ ফেব্রুয়ারি এ বইটি মেলায় নিষিদ্ধ করেছে বাংলা একাডেমির বইমেলা টাস্কফোর্স কমিটি।
তবে এ বক্তব্যের সঙ্গে একমত নন গতিধারার প্রকাশক আহমেদ কাউসার। তিনি বলেন, এ বিষয়ে মৌখিকভাবে জানিয়েছিল। কোনো অফিসিয়াল চিঠি পাইনি। তাই আমাদের বইটি এখনো বিক্রি হচ্ছে। প্রকাশনায় (স্টলে) গেলে আপনি এখনো বইটি পাবেন।
প্রকাশকের কথামতে বইমেলায় ৪৮৯-৯১ গতিধারার স্টলে গেলে আলোচ্য বইটি পাওয়া যায়। বইটির গায়ের মূল্য লেখা ২৬০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে বইটি ১৯৫ টাকায় জাগো নিউজের প্রতিবেদকের কাছে নিঃসংকোচে বিক্রি করেন প্রকাশনীর বিক্রয়কর্মী।
তবে বিক্রির সময় বইটি স্টলের প্রদর্শনীতে দেখা যায়নি। বইয়ের নাম বললে বিক্রয়কর্মী বইটি নিচ থেকে বের করে দেন। এ সময় জাগো নিউজের প্রতিবেদককে বিক্রয়কর্মী বলেন, বইটি আমরা প্রদর্শন করছি না। প্রদর্শন করতে না করা আছে। তবে বিক্রি করছি।
‘প্রেসিডেন্টের লুঙ্গি নেই’ বইটি নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে বইমেলা টাস্কফোর্স কমিটির সভাপতি অসীম কুমার দে জাগো নিউজকে বলেন, বইটিতে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যক্তি আক্রমণ করা হয়েছে। বাংলা একাডেমির নীতিমালা অনুযায়ী কেউ কোনো ব্যক্তি, গোষ্ঠীকে হেয় করে কোনো বই বইমেলায় বিক্রি করতে পারবে না। এই লেখক বিশেষ ব্যক্তিকে হেয় করে বইটি প্রকাশ করেছেন। ফলে নীতিমালা অনুযায়ী বইমেলায় ওই বই নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্য কোথাও বিক্রি করতে কোনো বাধা নেই।
গতিধারার প্রকাশক আহমেদ কাউসার বলেন, নাম শুনেই টাস্কফোর্স কমিটি বলেছে বইটি কুরুচিপূর্ণ। তারা মৌখিকভাবে বইটি বিক্রি করতে নিষেধ করলেও কোনো চিঠি দেয়নি। আমরাও এখানে কোনো কুরুচিপূর্ণ বিষয় দেখতে পাইনি। বইটি এখনো আমরা বিক্রি ও প্রদর্শন করছি।
এদিকে, বইটির ভূমিকায় লেখক ববি হাজ্জাজ লিখেছেন, ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ উপন্যাসটি তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে লেখা অ্যাবসারডিস্ট এক রূপকথাভিত্তিক কল্পকাহিনি। এটা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণি-পেশার সঙ্গে এই গল্পের কোনো মিল থেকে থাকলে সেটা পুরোপুরি কাকতালীয়।
আল-সাদী ভূঁইয়া/কেএসআর/জেআইএম