তাসরিফ খানের বই নিতে উপচেপড়া ভিড় স্টলে

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলার আজ ১২তম দিন। সময় তখন ৬টা ২০ মিনিট। কিংবদন্তী পাবলিকেশনের স্টলে আসেন গায়ক তাসরিফ খান। এ স্টলে রয়েছে তার বই 'বাইশের বন্যা', যা ২০২৩ সালের বইমেলায় প্রকাশিত হয়।

স্টলে প্রবেশ করার আগেই স্টল ঘিরে ভিড় করতে থাকেন পাঠক ও ভক্তরা। তাসরিফ খান স্টলে প্রবেশ করতেই সবাই উল্লাসে ফেটে পড়েন। তাসরিফ খানের নাম ধরে স্লোগান দেন।

পাঠকের ভিড় ঠেকাতে হিমশিম খান স্টলের কর্মীরা। ভক্তদের শান্ত করতে চেষ্টা করেন তাসরিফ খানও। এরই মাঝে চলতে থাকে বই বিক্রি, অটোগ্রাফ এবং ফটোগ্রাফ।

jagonews24

ভক্তদের আব্দার মেটাতে সেলফিও তুলতে হয় তাকে। ভক্তদের উদ্দেশ্যে তাসরিফ খান বলেন, 'আপনারা শান্ত হোন। ধীরে ধীরে আসুন। বই সংগ্রহ করুন। আপনাদের ভালোবাসাই আমার প্রাণ। সবাই একটু টাইম মেনটেন করুন। তাহলে সবাই বই নিতে পারবেন।'

স্টলকর্মী ও লেখক অনামিকা সরকার সৃজন জাগো নিউজকে বলেন, 'পাঠকের উল্লাস ও ভিড় ঠেকাতে আমরা হিমশিম খাচ্ছি। তারকা লেখকদের পেলে পাঠকরা বরাবরই এমন করেন। এসব ম্যানেজ করেই কাজ করতে হয়।'

মেলায় দায়িত্বরত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাসরিফ খানকে স্টল থেকে সরিয়ে নেন।

প্রকাশক অঞ্জন হাসান পবন জাগো নিউজকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাসরিফ খানকে ফায়ার সার্ভিসের স্টলে নিয়ে যাওয়া হয়েছে। পাঠকের চাপ এখন কমে গেছে।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।