মেলায় কবিতার বই এলো ৪০৮টি, উপন্যাস ২৩৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
পছন্দের বই দেখছেন এক দর্শনার্থী

এবার মেলায় ১৩ দিনে মোট বই এসেছে এক হাজার ৪৩৩টি। এর মধ্যে কবিতার বই সবচেয়ে বেশি মোট ৪০৮টি এসেছে। আর উপন্যাস এসেছে ২৩৪টি। তবে মেলায় কবিতার বইয়ের প্রায় অর্ধেক আসলেও বিক্রিতে সবচেয়ে বেশি এগিয়ে উপন্যাস।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর ও বইমেলার বিভিন্ন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রোববার ৭২টি নতুন বই এসেছে মেলায়। সব মিলিয়ে এবারের মেলায় নতুন বইয়ের সংখ্যা এক হাজার ৪৩৩টি। এর মধ্যে কবিতার বই এসেছে ৪০৮টি আর ২৩৪টি উপন্যাস। তবে বইমেলায় গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ১১তম দিনে সবচেয়ে বেশি ২৪৯টি বই এসেছে। এসব বইয়ের মধ্যে সবচেয়ে বেশি কবিতা, উপন্যাস ও গল্পের বই।

ইত্যাদি প্রকাশনীর বিক্রয়কর্মী মো. মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, কবিতার বইয়ের চেয়ে এবার উপন্যাস বিক্রি হচ্ছে বেশি।

এদিকে বইমেলার মেয়াদ বাড়ানো হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত

আরএসএম/জেডএইচ/জিকএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।