মেট্রোরেলে মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত বইপ্রেমীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলা শুরু হলো আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিকেল ৩টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন। এরপর মেলা খুলে দেওয়া হয় সবার জন্য। এবছর মেট্রোরেল চালু থাকায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে খুব সহজেই মেলায় আসতে পারছেন বইপ্রেমীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেট্রোরেল স্টেশনে যাত্রীদের ভিড়। যাত্রীদের অধিকাংশই বইমেলাকে কেন্দ্র করে এসেছেন। অন্যদিনে এই স্টেশনে ভিড় না থাকলেও আজ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই স্টেশনে আসছেন যাত্রীরা।

রাজধানীর কাফরুল থেকে এসেছেন শোয়াইব রাফি। জাগো নিউজকে তিনি বলেন, ‘আজ রাজধানীতে যানজট বেশি। বাসা থেকে বের হওয়ার কথা ছিল না। মেট্রোরেল চলবে দেখেই বের হয়েছি। এখানে বন্ধুরা আছে, তাদের সঙ্গে দেখা করে মেলায় ঢুকবো। ফেরার সময়ও মেট্রোরেলে যাবো।’

মিরপুর-১০ থেকে তিন বন্ধুর সঙ্গে এসেছেন রেদোয়ান। জাগো নিউজকে রেদোয়ান বলেন, ‘মেট্রোরেল থাকায় খুব তাড়াতাড়ি আসছি। নিচ দিয়ে (যাত্রীবাহী বাসে) এলে কমপক্ষে দুই ঘণ্টা লাগতো। অন্যবার মেলায় একবার বা দুইবার আসতাম। আশা করছি এবার মেলায় কয়েকবার আসবো। বিশেষ করে আসা-যাওয়ার যে সুবিধা সেটি ভালো লেগেছে।’

টিএসসি মেট্রোরেল স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য পিন্টু জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলা একাডেমি থেকে চলে যাওয়ার পর মেট্রোরেলের যাত্রীরা আসতে শুরু করেন। দিনের অন্য সময় থেকে যাত্রী এখন বেশি। আজ থেকে তো বইমেলা শুরু, প্রতিদিনই এখন ভিড় হবে এই স্টেশনে।’

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ মিলিয়ে আয়োজন হয়েছে এবারের বইমেলার। মেলায় ৬৩৫টি প্রকাশনীর ৯৩৭টি স্টল রয়েছে।

আরএএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।