বইমেলায় ‘এক ৯ নয় ১’ সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

একই ব্যাচের বন্ধুদের সেরা লেখাগুলো নিয়ে মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সম্পাদনায় সংকলিত গ্রন্থ ‘এক ৯ নয় ১’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার বিকেলে বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (সচিব) মো. খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও লেখক, কবিসহ অনেকে অনেকেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, বইটি বন্ধুত্বের বন্ধনের এক অনবদ্য নিদর্শন। একই ব্যাচের বন্ধুদের সেরা লেখাগুলো নিয়ে সংকলিত গ্রন্থ এটি। এসএসসি-৯১ ব্যাচের ক্যানসার আক্রান্ত এক বন্ধুর চিকিৎসা সহায়তায় বইটির বিক্রি লব্দ অর্থ দেওয়া হবে।

এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।