ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘শহরে মহানগরে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও লেখক ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘শহরে মহানগরে’। নির্ঝর নৈঃশব্দ্যের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। মেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

‘শহরে মহানগরে’ সম্পর্কে বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, এক মলাটের ভেতর বসবাস করা এ বইয়ের গল্পগুলোর পরস্পর যোগসূত্র কী? এমন একটা প্রশ্ন যদি উত্থাপিত হয়, তাহলে এর উত্তরে বলা যায়, দুটি বড় রকমের যোগসূত্র গল্পগুলোর ভেতর পাওয়া যাবে। এসবের প্রধান চরিত্র ক. মানুষ এবং সে মানুষগুলো খ. নগরে বা মহানগরে বাস করে। শুধু বসবাস নয়, তাদের যাপন, তাদের মনোজগতে বড় প্রভাব বিস্তার করে যাচ্ছে নগর।

আরও পড়ুন
আসছে সালাহ উদ্দিন মাহমুদের দ্বিতীয় প্রবন্ধের বই 
মাসুম আওয়ালের ‘আমার বর্ণমালা’ সিরিজ 

ফলে বইয়ের নামটাও সেই ‘শহরে মহানগরে’ বাস করা মানুষের জীবন। সে জীবন খানিকটা বাস্তব, খানিকটা পরাবাস্তব, খানিকটা অস্পষ্ট, খানিকটা গ্লানির, খানিকটা প্রতারণার, খানিকটা অবিশ্বাসের- এরকম নানা অনুষঙ্গের চিহ্ন এবং বিস্তার। এরপর যা, তার জন্য গল্পগুলো পাঠ করতে হবে। তবেই এর ভেতরকার আধার এবং আধেয় খুঁজে পাওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ফারুক আহমেদ প্রায় দুই দশক ধরে সাহিত্য সম্পাদনার সঙ্গে যুক্ত। তার প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি: কয়েকজন দীর্ঘশ্বাস (২০০৭), অবজ্ঞাসফল আবেগসকল বিবিধ (২০১৩), মন এইভাবে স্থির করা আছে (২০১৪), উপমাজংশন (২০২০)। তার প্রকাশিত উপন্যাস: ঘূর্ণির ভেতর জীবন। এছাড়া আরও একাধিক বই প্রকাশিত হয়েছে ফারুক আহমেদের।

এসইউ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।