বইমেলা

নীতিমালা লঙ্ঘন, আরও ৭ প্রকাশনীকে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ৭টি প্রকাশনা প্রতিষ্ঠানকে সতর্ক করেছে মেলা পরিচালনা কমিটি। মেলায় গঠিত টাস্কফোর্স কমিটির সুপারিশের ভিত্তিতে রোববার এ চিঠি দেওয়া হয়। এই নিয়ে মোট ১৯টি প্রকাশনীকে সতর্কবার্তা দিয়েছে মেলা কর্তৃপক্ষ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) মেলা পরিচালনা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বইমেলার টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও বাংলা একাডেমির সচিব (ভারপ্রাপ্ত) হাসান কবীর বলেন, ‘এর আগে ১২টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়েছিলাম। তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। টাস্কফোর্স কমিটি আরও ৭টি প্রকাশনীর বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন বইমেলা পরিচালনা কমিটিকে দিয়েছে। বইমেলার নীতিমালা অনুযায়ী, তাদের প্রকাশনীর স্টলগুলো বন্ধ করে দেওয়া হবে কি না কিংবা আগামী বছরের বইমেলায় তাদের স্টল বরাদ্দ বাতিল করা হবে কি না তা জানাবে বইমেলা পরিচালনা কমিটি।’

এই প্রকাশনীগুলো হলো, দোয়েল প্রকাশনী (স্টল নং ৪৪৫,৪৪৬,৪৪৭), ছোটদের জ্ঞান বিজ্ঞান একাডেমি (স্টল নং ৭৫৯), প্রিয় প্রকাশ (স্টল নং ৭৬৩), গোল্ডেন বুকস (স্টল নং ৭৬৩), সাত ভাই চম্পা (স্টল নং ৭০৯-৭১০), ডাংগুলি (স্টল নং ৭২১), লাইট অফ হোপ (স্টল নং ৭২১)।

এর আগে দুই ধাপে যে ১২টি প্রতিষ্ঠানকে শোকজ করেছে মেলা কমিটি, সেগুলো হল, গাজী প্রকাশনী (স্টল ৩৭৪-৩৭৫), বঙ্গজ প্রকাশন, (স্টল ৪০৭), কুঁড়েঘর প্রকাশনী (স্টল ৪০৩-৪০৪), তৃপ্তি প্রকাশ কুটির (স্টল ৩৭৬-৩৭৭), বাতিঘর প্রকাশনী (৪৫৫-৪৫৬), রাবেয়া বুকস (স্টল নং- ১৬১-১৬২), সম্প্রীতি প্রকাশ (স্টল নং- ১৬৮), মাইক্রোটেক পাবলিকেশন্স (স্টল নং- ১৬৯), মাহী প্রকাশনী (স্টল নং- ৩৪৯), বাংলাদেশ পাবলিশার্স (স্টল নং- ৭৫৪), সুপ্ত পাবলিকেশন্স (স্টল নং- ৭৫৩), কিংবদন্তী পাবলিকেশন (স্টল নং- ৫৩৪-৫৩৫)।

টাস্কফোর্স কমিটি সূত্রে জানা গেছে, এই প্রকাশনীগুলো একই আইএসবিএন নম্বর বিভিন্ন বইয়ে ব্যবহার করেছে। স্টলে নেট বই, পাইরেটেড বই পাওয়া গেছে।

এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য কে এম মুজাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘টাস্কফোর্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মূলত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ সতর্কতা বার্তা দেওয়া হয়।

এই প্রকাশনী গুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, মেলা পরিচালনা কমিটির সবাই বসে সিদ্ধান্ত নিবে। বইমেলার পরে ব্যবস্থা নেওয়া হবে।

আরএএস/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।