ফেব্রুয়ারির শেষ দিনে এলো আরও ১২৭ নতুন বই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ এএম, ০১ মার্চ ২০২৪

পূর্বের ঘোষণা অনুযায়ী মেলার শেষদিন ছিল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে মেলা চলবে শনিবার (২ মার্চ) পর্যন্ত। বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের শেষ দিনে নতুন বই এসেছে ১২৭টি।

এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৮৩টিতে।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার মেলাতে গল্প ১৮টি, উপন্যাস ২১টি, প্রবন্ধ ১৪টি, কবিতা ৪০টি, গবেষণা ১টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ২টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১টি, নাটক ৩টি, ভ্রমণবিষয়ক ২টি, ইতিহাসবিষয়ক ১টি, বিজ্ঞানের ১টি, রাজনীতিন ১টি, চিকিৎসা/স্বাস্থ্যবিষয়ক ১টি, রম্য/ধাঁধা ৩টি, ধর্মীয় ১টি, অনুবাদের ৪টি, সায়েন্স ফিকশনের ১টি এবং অন্যান্য ৮টি বই নতুন এসেছে।

আজ (শুক্রবার) মেলার ৩০তম দিনে শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

আরএএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।