সাবেক স্ত্রীর অসুস্থতায় এ আর রহমানের অনন্য দৃষ্টান্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫
এ আর রহমান ও সায়রা বানু। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ হয়েছে গত বছরের শেষের দিকে। এ সংবাদ প্রকাশ্যে আসার পরপরই শোবিজে রীতিমতো ঝড় বয়ে যায়। এ আর রহমানের পরকীয়ার কারণে এ ঘটনা ঘটে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যায়।

এ আর রহমান ও সায়রা বানু আলাদা হয়ে গেলেও একে অপরের নামে নিন্দা বা অপ্রীতিকর কোনো কথাবার্তা বলেননি। সংসার জীবনের ইতি ঘটলেও তারা একে অন্যের এখনো শুভাকাঙক্ষী তা প্রমাণ করলেন সাবেক এ দম্পতি।

সায়রা বানু সম্প্রতি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অস্ত্রোপচারও করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা কেমন তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তার আইন বিষয়ক পরামর্শদাতা বন্দনা শাহ।

বন্দনা শাহ জানান, স্ত্রীসহ সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টিসহ সায়রার সাবেক স্বামী এ আর রহমান দেখতে এসেছিলেন। এ কঠিন সময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

সাবেক স্ত্রীর অসুস্থতায় এ আর রহমানের অনন্য দৃষ্টান্তএ আর রহমান ও সায়রা বানু। ছবি: সংগৃহীত

সায়রা রহমানের বিবৃতির মাধ্যমে বন্দনা আরও জানান, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন:

শেষে তিনি উল্লেখ করেন, ‘লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালোবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।’

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।