ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেতার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০২ এপ্রিল ২০২৫

সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ছেলে সানি দেওলের আগামী সিনেমা ‘জাট’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে গিয়ে দেওল পরিবারের বলিউডে যোগ্য স্বীকৃতি না পাওয়ার ব্যাপারেও সরব হয়েছিলেন ধর্মেন্দ্র। এর মাত্র কয়েকদিনের ব্যবধানে মঙ্গলবার (১ এপ্রিল) অভিনেতাকে মুম্বাইয়ের এক হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা গেল। ফটো সংবাদিকদের ক্যামেরায় চোখে ব্যান্ডেজ নিয়ে ধরা পড়েছেন বর্ষীয়ান এ অভিনেতা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা নিজেই জানিয়েছেন তার ডান চোখে অস্ত্রোপচারের কথা। সেই সঙ্গে তিনি বলেন, ‘এখনো আমি যথেষ্ট শক্ত, বুড়িয়ে যাইনি এবং নিজের কাজ নিজেই করার ক্ষমতা রাখি।’ জানা গেছে, অভিনেতার ডান চোখে কর্নিয়া ট্রান্সপ্লানটেশন হয়েছে, যাকে চিকিৎসার ভাষার ‘কেরাটোপ্লাস্টি’ বলা হয়।

আরও পড়ুন:

এ অস্ত্রোপচারের মাধ্যমে ধর্মেন্দ্রর চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। এদিকে অভিনেতার চোখে ব্যান্ডেজের ভিডিও দেখে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্যও কামনা করেছেন।

 
 
 
View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গত ডিসেম্বরে অভিনেতা ৯০ বছরে পা দিয়েছেন। দুই ছেলে সানি ও ববিকে নিয়ে ধুমধাম করে জন্মদিন উদযাপন করেছিলেন তখন। ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শেষবার পর্দায় ধর্মেন্দ্রকে দেখা গিয়েছে। পরবর্তীতে তাকে দেখা যাবে শ্রীরাম রাঘবনের আগামী ‘ইক্কিশ’ সিনেমায়। মরণোত্তর পরমবীর চক্র প্রাপ্ত সেকেন্ড লেফট্যানেন্ট জেনারেল অরুণ ক্ষেত্রপালের জীবন নিয়ে নির্মিত হচ্ছে ‘ইক্কিশ’ সিনেমাটি। এতে ধর্মেন্দ্র ছাড়াও অমিতাভ বচ্চন এবং অগস্ত্য নন্দা অভিনয় করেছেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।