বোল্ড লুকে শাহরুখের মেয়ে সুহানার ছবি ভাইরাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বলিউডে আসবেন বলে অনেক খবরই শোনা যায়। আজকাল তাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমেও মাতামাতি অনেক। প্রায়ই তিনি শিরোনামে পরিণত হচ্ছেন।

কখনো বিদেশি ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই নিয়ে, কখনো বন্ধুদের সঙ্গে ছবি-ভিডিওর জন্য। কখনো বা বাবা-মায়ের সঙ্গে।

সম্প্রতি তিনি আবারও খবরের শিরোনামে। এবার তাকে আলোচনায় নিয়ে এলো একটি ছবি। বোল্ড লুকের সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই নতুন ছবিতে সুহানার ফ্যাশন স্টেটমেন্ট স্পষ্ট। তার স্টাইলের প্রশংসা হচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। সাদা রঙের একটি ক্রপ ট্যাঙ্ক টপ রয়েছে পরনে। খোলা চুল, গলার হালকা চেন আর অল্প মেকআপেই বাজিমাত্ করেছেন তিনি। অনেকের মতে, মা অর্থাৎ গৌরি খানের কাছ থেকেই ফ্যাশনের যাবতীয় পরামর্শ ও শিক্ষা নেন তিনি।

এদিকে কবে বলিউডে দেখা যাবে সুহানাকে সেই অপেক্ষায় তার বাবার ভক্তরা। মাঝে শোনা গিয়েছিল শাহরুখের বন্ধু করণ জোহরের হাত ধরেই অভিষেক ঘটবে তার। কিন্তু সেটা কবে তা এখনো নিশ্চিত নয়।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।