করোনার ভয়ে দেশে ফিরছেন না সনু নিগম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস নিয়ে ভারতজুড়ে বর্তমানে সবচেয়ে আলোচিত এক গায়িকা। তিনি 'বেবীডল'খ্যাত গায়িকা কনিকা কাপুর। বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে তিনি ঘুরে বেড়িয়েছেন, শো করেছেন। তিনি করোনাতে আক্রান্ত বলেও জানা গেছে। ছোঁয়াচে এই রোগ নিয়ে তার অসতর্কতা তাকে সমালোচনার মুখে ফেলেছে।

এদিকে করোনাভাইরাস ইস্যুতে আরেক তারকা পেলেন বাহবা। তিনি হলেন বলিউডের বিখ্যাত গায়ক সনু নিগম।

দুবাই থেকে গত সপ্তাহে ফেরার কথা থাকলেও, সেখানেই রয়ে গিয়েছেন সনু। কারণ? করোনার সংক্রমণ যাতে আরও না ছড়ায়, তার জন্যই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন।

গত ৫ মার্চ থেকে তিনি দুবাইতে। ১৭ মার্চ তার ফেরার কথা ছিল। সেখানে তার স্ত্রী এবং ছেলেও রয়েছে। দেশে সনুর বাবা এবং বোন রয়েছেন।

তাদের কথা ভেবেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, 'দেশে বাবার সঙ্গে থাকতে এই মুহূর্তে খুব ইচ্ছে করছে। তবে আমি যেহেতু বাইরে, তাই ওদের বিপদে ফেলতে চাই না। আমি যদি এখন দেশে ফিরি, এয়ারপোর্ট থেকে সংক্রমণের সম্ভাবনা বাড়বে।'

রবিবার দেশে ‘জনতা কার্ফু’র আবহে বিদেশের মাটি থেকেই সোশ্যাল মিডিয়ায় তার শ্রোতাদের গান শুনিয়েছেন সনু। আমাল মালিক, জসলিন রয়্যালও একই উদ্যোগে শামিল।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।