মন্ত্রী শ্বশুর ও স্বামীসহ করোনায় আক্রান্ত টেলিভিশন অভিনেত্রী
করোনার প্রকোপে কাঁপছে সারা দুনিয়া। মরণঘাতী এ ভাইরাসের শিকার হয়েছেন বিশ্বের অনেক তারকাও। প্রাণও হারিয়েছেন অনেকে। গতকালই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান৷
এবার এই মরণ ভাইরাসে আক্রান্ত হলেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’র অভিনেত্রী মোহেনা কুমারী৷ তার স্বামী উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সুরেশ রাওয়াতেরও করোনা পজেটিভ।
সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানান মোহেনা ৷ শুধু অভিনেত্রী নিজে ও তার স্বামী নন, মোহেনার শাশুড়ি, ননদসহ পরিবারের মোট ছয়জন একসঙ্গে আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে ৷ ভর্তি রয়েছেন হাসপাতালে ৷
ইনস্টাগ্রামে পোস্ট করে মোহেনা লিখেছেন, ‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ আমি ও আমার পরিবার করোনায় আক্রান্ত। আমি প্রার্থনা করছি, খুব শিগগিরই আমরা সবাই এই খারাপ সময় কাটিয়ে উঠব। পরিবারকে সঙ্গে নিয়ে ফের আমরা সুস্থ হব৷ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।'
প্রসঙ্গত, উত্তরাখন্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজের ছেলেকে বিয়ে করেন অভিনেত্রী মোহেনা। পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ার শনিবার তার স্ত্রীর নমুনায় প্রথম করোনা পজিটিভ ধরা পড়ে। রোববার সকালে মন্ত্রী, তার দুই ছেলে ও তাদের স্ত্রীদের নমুনাও কোভিড পজেটিভ প্রমাণিত হলে গোটা পরিবারকে হৃষিকেশের এইমস হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠান চিকিৎসকরা।
এলএ/জেআইএম