খোলামেলা পোশাকে প্রকাশ্যে মিস ইউনিভার্স হারনাজ
সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছেন হারনাজ সান্ধু। গত ডিসেম্বরে তিনি এ মুকুট জেতেন। এরপর বিশ্বভ্রমণে ছিলেন তিনি। এ ভ্রমণ শেষে ভারতীয় বিউটি কুইন শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নিজ দেশে ফিরেছেন।
এ সপ্তাহে হারনাজ তার উত্তরসূরি মিস ডিভা ইউনিভার্স ২০২২ এর মুকুট পরাতে প্রস্তুত। ডিভা ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাবেন।
এদিকে, ভারতে ফেরার পর প্রথম ফটোশুট করেছেন হারনাজ। কালো পোশাকে বেশ ঝলমলে দেখাচ্ছে হারনাজকে। তার কালো ডিপ-নেক গাউনের এ ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন। ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন হারনাজ সান্ধুকে। ২২ বছর বয়সী এ মডেল খোলামেলা মেজাজে ছবি তুলেছেন।
জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন ‘মিস ইউনিভার্স ২০২১’ হরনাজ সান্ধু। সেলিয়াক ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে অস্বাভাবিক হারে ওজন বাড়ছিল তার। এক অনুষ্ঠানে গিয়ে নিজেই এ রোগের কথা জানিয়েছিলেন মিস ইউনিভার্স। তবে সেই সমস্যা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠছেন হারনাজ সান্ধু।
এএএইচ/এএসএম