মুসলিমদের ভালোবাসা ছাড়া সুপারস্টার হতে পারতাম না: মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২২

ধৃমল দত্ত, কলকাতা

কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে এলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। টানা পাঁচদিনে ৫ জেলায় সাংগঠনিক সভা করবেন। বৃহস্পতিবার পুরুলিয়ায় তার প্রথম সভা। সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতায় পা রেখেই মঙ্গলবার সল্টলেকে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, মুসলিমদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সুপারস্টার হতে পারতাম না।

কলকাতার সল্টলেকে সংবাদ সম্মেলন করে মিঠুন চক্রবর্তী বলেন, বিজেপি মুসলিমবিরোধী নয়, বিজেপি একমাত্র মুসলিমদের উন্নয়নের কথা ভাবে।

তিনি বলেন, বিজিপি মানে মুসলিমবিরোধী এটা একটা মিথ্যা প্রচার। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সবার উন্নয়নের সঙ্গে সঙ্গে মুসলিম ভাইদেরও ভালো হবে।

পঞ্চায়েত ইলেকশনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পুরোপুরিভাবে সামনে রেখে পঞ্চায়েত ভোটের বৈতরণী পার হওয়ার পরিকল্পনা করেছে।

এ পঞ্চায়েত ভোটে মহাগুরুকে দিয়ে বিজেপি জয় আশা করছে।

এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।