সাগরের পর পাহাড় নিয়ে গাইলেন তাসরিফরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ৩০ মে ২০২৫

‌‘সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’ তাসরিফ খানের গাওয়া গানটি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার তিনি গাইলেন পাহাড়ের গান। জিসান খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে আসছে তাদের ‘কুঁড়েঘর’ ব্যান্ডের নতুন গান ‘পাহাড় যাবো’।

প্রায় আট বছর পর আবারও একসঙ্গে গাইলেন তাসরিফ ও জিসান খান শুভ। আসছে ৩ জুন সন্ধ্যায় কুঁড়েঘরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। যৌথভাবে গানটির কথা ও সুর করেছেন তাসরিফ ও শুভ, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। পাহাড়ি সংস্কৃতিকে উপজীব্য করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। টিজারে ধরা দিয়েছে পাহাড়ের প্রকৃতি, সংস্কৃতি ও নিসর্গের মোহময় ঝলক।

‘পাহাড় যাবো’ গানটি নিয়ে তাসরিফ খান বলেন, ‘শুভ এবং আমি নেত্রকোণার মানুষ, সে আমার ভাই। প্রায় আট বছর পর আমরা একসঙ্গে গান করলাম। “পাহাড় যাবো” গানে আমাদের কণ্ঠের সেই পুরোনো ম্যাজিকটা শ্রোতারা অনুভব করবেন। এই গান অনেককে পাহাড়ে ভ্রমণে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।’ জিসান বলেন, ‘অনেক বছর পর কুঁড়েঘরের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। এই গান শুধু একটা গান নয়, আমাদের পুরোনো বন্ধন ও আবেগের বহিঃপ্রকাশ।’

‘পাহাড় যাবো’ গানের ভিডিওতে পাহাড়ি সৌন্দর্য, ঝরনা, খাল আর স্থানীয় জীবনের চিত্র উঠে আসবে, এমনটিই আশা করছেন শিল্পী ও নির্মাতা। শ্রোতা-দর্শক হৃদয়ে গানটি নতুন করে পাহাড়ের প্রতি প্রেম জাগিয়ে তুলবে বলে প্রত্যাশা তাদের।

এসইউ/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।